সোনারগাঁওয়ে ১৬ দিন ধরে সবজি ব্যবসায়ী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মো. খোকন নামের এক সবজি ব্যবসায়ী ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১৪ মার্চ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে কাঁচপুর দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই ব্যবসায়ীর মা লুৎফুন্নেছা বাদী হয়ে গতকাল বুধবার বিকেলে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করে।
থানায় ডায়েরী থেকে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলের গাঁও গ্রামের আব্দুল খালেকের ছেলে সবজি ব্যবসায়ী মো. খোকন মিয়া গত ১৪ মার্চ দুপুরে তার নিজ বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে কাঁচপুর দোকানের উদ্দেশ্যে রওনা হন। এর পর থেকে তাকে আর পাওয়া যায়নি। ওইসময় থেকে তিনি নিখোঁজ রয়েছে। তাকে বাড়ির আশ পাশ সহ বিভিন স্থানে ও আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায় নি।
উচ্চতা ৫ফুট, গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল গোলাকার। তিনি সোনারগাঁওয়ের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তার পরনে ছিল একটি জিন্স প্যান্ট ও একটি সাদা আকাশী রঙের টি শার্ট।