ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার সাহাপুর এলাকায় অগ্নিবীণা ক্রীড়া ও যুব সংঘের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামীকাল ১৭ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকেলে সাহাপুর এলাকায় সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন মরহুম আলাউদ্দিন সাহেবের মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে। ২০ টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। গত ১৯ ফেব্রুয়ারী উদ্বোধনী খেলার মাধ্যমে এ টুর্ণামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে ফাইনাল খেলায় অংশ নেবেন রাইয়ান ট্রেডার্স বনাম গোয়ালদী যুব সংঘ।
ফাইনাল খেলায় সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
খেলার উদ্বোধন করবেন নারায়নগঞ্জ জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনারগাঁও সাব রেজিস্ট্রার অফিসের দলিল লিখক সমিতির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক শহিদ সরকার, হাজী কামরুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড মেম্বার হাজী আফজাল হোসেন, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন বাবু, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মধু, সাবেক মহিলা কাউন্সিলর পারভীন আক্তার, মহিলা কাউন্সিলর পার্থী রেহেনা বেগম, মোজাম্মেল হক, ফারুক আহমেদ, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম প্রমূখ।
এদিকে ফাইনাল টুর্ণামেন্টের পর এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রীতি ম্যাচে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম একাদশ ও আবু নাইম ইকবাল একাদশ অংশ নেবেন।
আপনার মতামত দিন