মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১২:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       

উইন্ডোজ ১১-এর গতি বাড়াতে কাজ করছে মাইক্রোসফট

 

নিউজ ডেস্ক, সোনারগাঁও নিউজ :

আপডেটের পর উইন্ডোজ ১১-এর পারফরম্যান্স উন্নয়নে কাজ করছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফট। কয়েক বছর ধরে ব্যবহারকারীরা আপডেট-পরবর্তী সময়ে উইন্ডোজ ও কম্পিউটারের কার্যক্ষমতা কমে যাওয়ার ব্যাপারে অভিযোগ করে আসছিলেন।

টেকরাডারে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, মাইক্রোসফটের উইন্ডোজ ডেভেলপার দল জানায়, ২০২২ সালে প্রতিষ্ঠানটি উইন্ডোজের কার্যক্ষমতা নিয়ে অধিক কাজ করবে। রেডিটের আস্ক মি এনিথিংয়ের এক পোস্টে টিমের সদস্যরা বেশকিছু তথ্য প্রকাশ করেছে। মাইক্রোসফট জানায়, নতুন আপডেটের মাধ্যমে উইন্ডোজের প্রতিক্রিয়াশীলতার উন্নয়ন অন্যতম প্রধান লক্ষ্য।

রেডিট পোস্টে ডেভেলপার টিম জানায়, পর্দায় ইউআই উপাদানের পরিপ্রেক্ষিতে স্টার্টআপ প্রোগ্রাম নিয়েও অনেক কাজ করা হবে। আমরা ডিসপ্লেতে ১০ হাজারের বেশি বাটন রেখে এর পরিবর্তনযোগ্যতা যাচাই করেছি। বাজারে উইন্ডোজ ১১ আসার পর থেকে ব্যবহারকারীরা বিভিন্ন সমস্যায় পড়ার অভিযোগ করে আসছিলেন। রেডিটে ব্যবহারকারীরা জানান, উইন্ডোজ ১০-এর তুলনায় ১১-এর মেনু ও ল্যাংগুয়েজ বার খুবই ধীরগতিতে কাজ করে। ফাইল এক্সপ্লোরার অ্যাপেও সমস্যা রয়েছে। তবে এখন পর্যন্ত এসব সমস্যা সমাধানে মাইক্রোসফট কোনো পাবলিক আপডেট উন্মুক্ত করেনি। প্রতিষ্ঠানটি জানায়, উইন্ডোজ ইনসাইডার প্রিভিউ বিল্ডে তারা সমস্যাগুলোর সমাধানে পরীক্ষা চালাচ্ছে।

সূত্র : খবর টাইমস অব ইন্ডিয়া

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD