নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে দোয়া, মিলাদ মাহফিল, গণভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আল মদিনা শপিং কমপ্লেক্সের সামনে মোবারক হোসেন স্মৃতি সংসদ এর উদ্যাগে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ ভিপি বাদল।
সোনারগাঁওয়ে সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোবারক হোসেন এর সন্তান ও মোবারক হোসেন স্মৃতি সংসদ এর চেয়ারম্যান এরফান হোসেন দীপ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সহ-পরিবারের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
পরে জেলা নেতৃবৃন্দরা মরহুম সাবেক এমপি মোবারক হোসেনের কর্মকান্ড তুলে ধরে তার ছেলে এরফান হোসেন দীপকে আগামীতে সোনারগাঁওয়ের যোগ্য নেতা হিসেবে দাবি করে তাকে সোনারগাঁওবাসীর হাতে তুলে দিয়ে বলেন, আমরা নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকার মনোনয়ন দেয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলেছি। যদি ৫টি আসনে নৌকার মনোনয়ন দেয়া হয় সে ক্ষেত্রে এরফান হোসেন দীপ একজন যোগ্য নেতা। আমরা তার সুন্দর ভবিষ্যৎ কামনা করি সাথে তার হাতকে শক্তিশালী করতে সকলে মিলেমিশে কাজ করে যাবেন।
আপনার মতামত দিন