শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বিভাগীয় পর্যায়ে সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের মেয়েরা সেমিফাইনালে উর্ত্তীণ মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্য খোরশেদ আলম ফরাজী পিরোজপুর, সনমান্দি ও বারদীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত কাঁচপুরে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত  মাত্র ১০ দিনে অবস্থান করে প্রলোভন দেখিয়ে অর্ধ কোটি টাকা  নিয়ে উধাও এনজিও ঘণ্টা বাজিয়ে খেলতে নামবো, দেখি বিএনপি কোথায় থাকে –শামীম ওসমান জামপুরে আদালতের নিষেধাজ্ঞা দিয়েও ঠেকাতে পারছে না জমি দখল সোনারগাঁওয়ে ব্লক বাটিক এন্ড স্ক্রীন প্রিন্ট প্রশিক্ষণ উদ্বোধন সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সোনারগাঁওয়ে আবারও জাতীয় পার্টি বিজয়ী হবে–এমপি খোকা

নিজস্ব প্রতিবেদক, জামপুর ;

নারায়ণগঞ্জ -৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে এদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশে অসংখ্য রাস্তা-ঘাট, ব্রিজএতিমখানা, মহাসড়ক, ঢাকা শহর রক্ষা বাঁধ, নারায়ণগঞ্জ শহর রক্ষা বাঁধ, ঢাকায় রোকেয়া স্মরণী, পান্থপথ রাস্তা নির্মাণ করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি বিগত ৯ টি বছরে রাস্তা, ব্রিজ, কালভার্ট, স্কুল- কলেজ, মসজিদ-মাদ্রাসা, মন্দির, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শহীদ মিনার ও ঈদগাহ মাঠ সম্প্রসারণসহ ব্যাপক উন্নয়ন করেছি।
মঙ্গলবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় এমপি খোকা আরো বলেন, করোনা মহামারীর সময় যখন সোনারগাঁওয়ের কোন রাজনৈতিক নেতা সোনারগাঁওবাসির পাশে দাড়ায়নি, কেহ খবর নিতে আসিনি  তখন আমি মৃত্যু ঝুঁকি নিয়ে গভীর রাত পর্যন্ত প্রতিটি ইউনিয়নে তাদের সুখ দুঃখের খবর নিয়ে সরকার ঘোষিত লগডাউন এর মাঝেও নিজস্ব অর্থায়নে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। হট-লাইনের মাধ্যমে সারা সোনারগাঁওয়ে ১৭,৩০০ প্যাকেট খাবার লগডাউন অবস্থায় অসহায় পরিবারের মাঝে পৌঁছে দিয়েছি। এছাড়াও করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফন আমার নিজস্ব অর্থায়নে ও  স্বেচ্ছাসেবক টিমের মাধ্যামে দাফনের ব্যবস্থা করেছি। এবং করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি।
তিনি বলেন জাতীয় পার্টির সকল নেতাকর্মীদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে পার্টির জন্য কাজ করতে হবে। আমরা সবাই একতাবদ্ধভাবে কাজ করলে আগামী নির্বাচনে সোনারগাঁওয়ে আবারও জাতীয় পার্টি ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ।
সভায় জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান মো:মোতালেব ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেনারগাঁও উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আশরাফুল ভূইয়া মাকসুদ।
এসময় আরোও উপস্থিত ছিলেন  জাতীয় পার্টি  নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,  নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু,  ,পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ   জামান,  সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি ,   জামপুর ইউনিয়ন, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন, জাতীয় যুবসংহতির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক আশরাফুল হক,পৌর কাউন্সিলর জায়েদা আক্তার মনি,মহিলা মেম্বার পলি আক্তার, রুনা আক্তার,আমিন মেম্বার,মনির মেম্বার,সাবেক মেম্বার হারুন,,সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেনসহ,  বারদী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আমীন হোসেন মেম্বার, সদস্য সচিব জাকির সরকার, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD