বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের কোরআন খানি, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার কাচঁপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকার একটি রিসোর্টে সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যেগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন সালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদত সায়েম, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম আহবায়ক নূর- এ ইয়াসিন নোবেল, সোনারগাঁও থানা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভুইঁয়া, সোনারগাঁও পৌরসভা ছাত্রদলের আহবায়ক ফরহাদ সিকদার।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও স্বেচ্ছাসেবক দল নেতা হাজী নাসির উদ্দীন, হাজী পিয়ার হোসেন নয়ন, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু প্রমুখ।
এসময় সোনারগাঁও থানা ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
আপনার মতামত দিন