বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গত১০ দিন যাবত স্কুল ছাত্র নিখোঁজ সোনারগাঁওয়ে ঋণখেলাপির জামিনদাতা হয়ে দুই প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল আবেগপ্রবণ হয়ে আচরণবিধি লঙ্ঘন, শোকজের বিষয়ে সাংসদ লিয়াকত হোসেন খোকা সোনারগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ২২ ঘন্টা পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জ  -৩ আসনের জাপা প্রার্থীকে শোকজ জামপুরে প্রয়াত আ’লীগ নেতা আব্দুল হাই ভূঁইয়ার স্বরণ সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় এক পক্ষের মামলা, দুজন গ্রেপ্তার সাংসদ লিয়াকত হোসেন খোকার মনোনয়ন পত্র জমা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী  আব্দুল্লাহ আল কায়সারের মনোনয়ন পত্র দাখিল সোনারগাঁওয়ে মাটি খুঁড়ে ব্রিটিশ পিলার উদ্ধার

ক্রয়কৃত জমি দখলের জন্য সাটানো সাইনবোর্ড ভেঙে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের নারায়ণদিয়া এলাকায় ক্রয়কৃত জমি দখলের জন্য সাটানো সাইনবোর্ড ভেঙে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে । জমিতে সাইনবোর্ড লাগনোর ঘন্টা খানেকের মাথায় দুটি সাইনবোর্ড তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে।

এ ঘটনায় জমির মালিক আলমগীর হোসেন সোনারগাঁও থানায় বাদি হয়ে গত রোববার রাতে ৪ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের নারায়ণদিয়া চরসফিকা মৌজায় আর এস ৬ নং খতিয়ানের আব্দুল মালেক ৩ একর ১৪ শতাংশ মালিক থাকিয়া মৃত্যুবরণ করিলে ২ পুত্র, ২ কন্যা ও স্ত্রীকে ওয়ারিশ রাখিয়া গেলে এক পুত্র নুরুল ইসলাম ৭৮. ৫০ শতাংশ জমির মালিক হয়। এক কন্যা মাহেলা বেগম ৩৯. ২৫ শতাংশ মালিক হয়। তাদের বাবার ওয়ারিশ সূত্রে দুজন মিলে মোট ১ একর ১৭.৭৫ শতাংশ মালিক হন। এছাড়াও নূরুল ইসলাম ১৯৫৯ সালে ক্রয় সূত্রে দলিল মূলে ১২৯ শতাংশের মালিক হয়ে তাহার নামে আর এস রেকর্ডভূক্ত হন।

এদিকে নূরুল ইসলাম পৈত্রিক ওয়ারিশ সূত্রে ৭৮.৫০ শতাংশ ও রেকর্ডীয় দলিল মূলে ১২৯ শতাংশ মোট ২ একর ৭. ৫০ শতাংশ ও মাহেলা ৩৯. ২৫ শতাংশ সহ ২ একর ৪৬. ৭৫ শতাংশ জমি আম মোক্তার দলিল মূলে মালিক হয়ে আলমগীর গং ওই জমিতে সাইনবোর্ড সাঁটাতে গেলে প্রতিপক্ষ আলী আকবর, আশরাফ, আনিছুর রহমান খোকন ও মাহফুজ রহমান সাইনবোর্ড ভেঙে ফেলে প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনায় জমির মালিক আলমগীর হোসেন রোববার রাতে ৪ জনকে আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত আনিছুর রহমান খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বাবা ক্রয়সূত্রে মালিক হয়ে ৪৭ বছর ধরে ভোগ দখলে আছেন। এ নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। মামলা নিষ্পত্তি হওয়ার আগেই আলমগীরের লোকজন সাইনবোর্ড সাঁটিয়েছে। আমরা সাইনবোর্ড সাঁটাতে বাধা দিয়েছি। কোন হত্যার হুমকি দেওয়া হয়নি।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো আহসান উল্লাহ বলেন, দুপক্ষেরঅভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত চলছে। উভয় পক্ষকেই তাদের জমির কাগজপত্র নিয়ে আসার জন্য বলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD