নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ঃ
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য শিল্পপতি এস এম জাহাঙ্গীর হোসেন ও সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ এর মা আনোয়ারা বেগম (৮৫) মঙ্গলবার রাত ৯.৩০ মিনিট,বার্ধক্য জনিত কারনে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনীসহ আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বেলা ১১ টায় সোনারগাঁওয়ের সনমান্দী ইউনিয়নের মগবাজার গ্রামে মরহুমার নিজ বাড়িতে জানাযা শেষে ওই এলাকায় পারিবারিক কবরস্থানে মরহুমার স্বামীর পাশে দাফন করা হবে।
মরহুমার মৃত্যুতে নারায়ণগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক সাংসদ ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, মরহুম মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবালসহ সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন রাজনৈতিক প সামাজিক সংঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
আপনার মতামত দিন