মনির হোসেন , জামপুর থেকে :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।
জামপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জামপুর এলাকায় এ আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জামপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও জামপুর ইউপি ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ সুজন মিয়া’র আয়োজনে এবং আওয়ামী লীগ নেতা হাজী বিল্লাল হোসেন সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথি ছিলেন, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়া। এসময় জামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদের রূহের মাগফেরাত কামনায় মুনাজাত ও খাবার বিতরণ করা হয়।
আপনার মতামত দিন