রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন
মনির হোসেন, জামপুর থেকে :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকার আলো আদর্শ বিদ্যা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আলো আদর্শ বিদ্যা নিকেতনে উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলো আদর্শ বিদ্যা নিকেতনের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতৃভূমি সমাজকল্যাণ ফাউন্ডেশন কর্ণধার ও ফকির ফ্যাশনের জি এম মামুন ভুইঁয়া। বিশেষ অতিথি ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও দৈনিক বাংলাদেশের আলোর সোনারগাঁও প্রতিনিধি নাসির উদ্দিন, ইউপি সদস্য কামরুল ইসলাম, ডাঃ মামুন ভুইঁয়া, এড. মোস্তফা কামাল, তারেক হাসান, জুলহাস ভুইয়া, বিদ্যা নিকেতনের পরিচালক এমরান হোসেন মুকুল।
প্রধান অতিথি মামুন ভুইঁয়া জানান,শিক্ষার পাশাপাশি ছাত্র ছাত্রীদের সংস্কৃতি চর্চায় আগ্রহ বাড়াতে হবে।
আলোচনা শেষে বিজয়ী ক্রীড়া প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীসহ অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন