নিজস্ব প্রতিবেদক, জামপুর :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পেরাব এলাকায় ওয়াসিম মিয়া নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ পেরাব গ্রামে অভিযান চালিয়ে ওই ব্যক্তির নিজ বাড়ি থেকে মশারী টানানো অবস্থায় খাট থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব গ্রামের মতিউর রহমানের ছেলে ওয়াসিম মিয়ার বসত ঘর থেকে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী পঁচা গন্ধ বের হতে দেখে পুলিশে খবর দেয়। স্থানীয় তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক(এসআই) মজিবুর রহমান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে খাটের ওপর মশারী টানানো অবস্থায় ওয়াসিম মিয়ার অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক(এসআই) মজিবুর রহমান সোনারগাঁও নিউজকে জানান, পেরাব গ্রামের ওয়াসিম মিয়ার ২/৩ দিন আগে তার বাড়িতেই রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
আপনার মতামত দিন