মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৯ অপরাহ্ন
মনির হোসেন, জামপুর প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুরে উন্নয়নে রাস্তার কাজের উদ্ধোধন করা হয়। রোববার সকালে জামপুরের মদনপুর- নরসিংদী পাকা রাস্তা হতে কাঠারাব মসজিদ পর্যন্ত ৬০০ ফুট রাস্তার ইট বসানোর কাজের উদ্ধোধন করেন জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় মজিবুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে রাস্তার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া। বিশেষ অতিথি জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মিলন মিয়া, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বুলবুল হোসেন ভুইঁয়া, সাধারণ সম্পাদক মনির হোসেন, যুবলীগ নেতা বাবুল ভুঁইয়া।
এ সময় হাজী আব্দুল সালাম ভুঁইয়া, ইয়াখুব ভুঁইয়া, আব্দুল বাতেন ভুঁইয়া, আলাউদ্দিন, হাজী জহিরুল হক, মাওলানা ইয়াহিয়া, সাদেকুর রহমান খোকন, সুজনসহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া বলেন, জামপুর ইউনিয়নে যে সমস্ত রাস্তাঘাট এখনো মেরামত হয়নি সেগুলো আমি খুঁজে খুঁজে বের মেরামত করে যাব। রাস্তা ঘাট, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে যাব। জামপুর ইউনিয়নবাসীর পাশে আমি সবসময় থাকবো ও মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তুলব।
আপনার মতামত দিন