বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০০ অপরাহ্ন
মনির হোসেন, জামপুর থেকে:
জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জামপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা হাজী রাসেল আহমেদ খোকন এর আয়োজনে বুধবার দুপুরে জামপুর ইউনিয়ন মাঝেরচর শপিং সেন্টার এর সামনে এ আলোচনা সভা অনু্ষ্টিত হয়।
জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, আওয়ামী লীগ নেতা আহসান হাবীব টিপু, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,জামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দেওয়ান মোস্তাফিজুর রহমান, জামপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা হাজী রাসেল আহমেদ খোকন, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির ভূইয়া সুমন প্রমুখ। এসময় উপজেলা ও জামপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শাহাদতবরণকারী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভী রহমান সহ নিহতদের স্মরণে দোয়া করা হয়। আলোচনা শেষে গণভোজের আয়োজন করা হয়েছে।
আপনার মতামত দিন