বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৫০ অপরাহ্ন
মনির হোসেন, জামপুর থেকে :
স্থানীয় সরকারের উপ-পরিচালক মো.আনোয়ার হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন।
১৭ বৃহস্পতিবার দুপুরে তিনি এ পরিদর্শন করেন।
জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া তাকে স্বাগত জানান।
স্থানীয় সরকারের উপ-পরিচালক মো.আনোয়ার ইউনিয়ন পরিষদের ক্ষমতা ও ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন কার্যক্রম নিয়ে দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।
জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া ও ইউপি সদস্যগন উন্নয়ন মূলক বিষয় নিয়ে আলোচনা করেন এবং পরামর্শ চান।
এ সময় জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জামপুর পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জামপুর ইউপি সচিব মো.বদিউজ্জামান,জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.মোতালিব ভুইঁয়া, সদস্য মো. নাসির উদ্দিন, মো.ইমতিয়াজ আহমেদ নীরব, মো.বদরুদ্দোজামান বদু, মো.সানাউল্লাহ, মো.মনির হোসেন, মো.মিলন রায়হান, সংরক্ষিত মহিলা সদস্য, রানু আক্তার,শিল্পী আক্তার,বিলকিস আক্তার প্রমুখ ।
আপনার মতামত দিন