ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ সিজন ২০২৩ উপজেলা পর্যায়ের খেলা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শুরু হয়েছে।
রোববার বিকেলে উপজেলার শেখ রাসেল ষ্টেডিয়ামে উদ্বোধন করা হয়। সোনারগাঁও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, সদস্য নাসির উদ্দীন, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও সোনারগাঁও পৌরসভার আওয়ামী লীগ নেতা কবির হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টু, অর্থ সম্পাদক নজরুল ইসলাম,রাশেদুল কবির, জনি,রুবেল, মিলন বাবু প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উদ্ধোধনী ম্যাচে জামপুর ও পিরোজপুর ইউনিয়ন জয়ী হয়। দিনের প্রথম খেলায় মোগড়াপাড়া ইউনিয়নকে ৪-২ গোলে পরাজিত করে জামপুর ইউনিয়ন বিজয়ী হন। অপর খেলায় বারদী ইউনিয়নকে ২ – ১ গোলে পরাজিত পিরোজপুর ইউনিয়ন জয়ী হয়।
এই জয়ে পিরোজপুর ও জামপুর ইউনিয়নের সকল খেলোয়াড়কে অভিনন্দন ও ধন্যবাদ জানান সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
আপনার মতামত দিন