মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১২:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারীকে গ্রেফতারের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সোমবার বেলা ১১ টায় উপজেলা উদ্ধবগঞ্জ বটতলা এলাকায় সোনারগাঁও থানা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করে সামাজিক সংগঠন শুভসংঘ। মানববন্ধনে সোনারগাঁওয়ে বিভিন্ন শ্রেণী পেশাজীবী, সাংবাদিক, শুভসংঘের লোকজন ও এলাকাবাসী অংশ নেন।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন সোনারগাঁও পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গাজী আমজাদ হোসেন, উদ্ববগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লিয়াকত হোসেন, সোনারগাঁও থানা প্রেস ক্লাবের সভাপতি গাজী মোবারক, স্থানীয় গাজী আলমগীর, আবু হানিফ, রাসেদুল ইসলাম রাসেল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সায়েম সোবহান আনভীরকে হত্যার পরিকল্পনাকারী পটিয়ার সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীকে গ্রেফতারসহ হত্যার চেষ্টায় জড়িত সাইফুল ইসলাম সাদের ফাঁসির দাবি জানান।
এ সময় বক্তারা আরো বলেন, বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাাণে কাজ করছে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। বসুন্ধরা গ্রুপের এমডি বিশ্বের সেরা উদ্যোক্তাদের মধ্যে অন্যতম। এমডিকে হত্যাচেষ্টা মানে দেশের অর্থনীতির চালিকা শক্তিকে হত্যাচেষ্টা করা। এমডিকে হত্যাচেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
আপনার মতামত দিন