বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
পবিত্র মাহে রমজান উপলক্ষে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মোবারক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের সামনে ১শ’ অসহায় ও দুস্থদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ মরহুম মোবারক হোসেনের ছেলে ও মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।
ইফতার সামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, মানিক প্রধান, উজ্জ্বল সরকার, নুরুল ইসলাম, সাজ্জাদ আলী আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আনোয়ার আলী, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি নাহিদুল ইসলাম খোকন, সোনারগাঁও পৌরসভা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আরাফাত ইসলাম সিয়াম, পিরোজপুর ইউনিয়ন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মো: সেলিম, ছাত্রলীগ নেতা হাবীবুর রহমান হাবীব, কবির হোসেন প্রধান, রাকিব ভূইয়া, শাফিন আহমেদ সোহাগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত দিন