বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যােগে বৃহস্পতিবার দুপুরে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বারদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল।
বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়রাম্যান জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, বারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ উদ্দিন আহমেদ মঞ্জু, বারদী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ নাজমুল হক, বারদী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সাইদ সরকার, ইব্রহিম খলিল ইবু, সাধারণ সম্পাদক মোঃ শরিফ সরকার, সাংগঠনিক সম্পাদক আলমগীর সরকার, বারদী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর, মোঃ ইসমাইল সরকার রোমান, ওসমান গনি, সাবেক সদস্য বাবুল প্রমূখ।
অনুষ্ঠানে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন, অতিতের সকল বিভাজন ভুলে আজ আমরা বারদী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্র লীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাতীলীগসহ ও আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছি ও ঐক্যবদ্ধ থাকবো। আমরা সারাজীবন ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর আর্দশকে ধারন ও লালন করে এলাকার উন্নয়নে একসাথে কাজ করে যেতে চাই।
এর আগে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়ার মাধ্যমে বর্ধিত সভার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
আপনার মতামত দিন