শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন
ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) শুরু হবে। আগামী ১২ মে বৃহস্পতিবার থেকে এ টুর্নামেন্ট শুরু হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীনে সোনারগাঁও উপজেলা প্রশাসন আয়োজিত ও সোনারগাঁও ক্রীড়া সংস্থার সহযোগিতায় সোনারগাঁও শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুনামেন্ট অনুষ্টিত হবে।
টুনামেন্টে সোনারগাঁওয়ে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অংশ গ্রহন করবে। অংশ গ্রহন করবে সোনারগাঁও পৌরসভা, পিরোজপুর ইউনিয়ন পরিষদ, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ, বারদী ইউনিয়ন পরিষদ, সনমান্দি ইউনিয়ন পরিষদ, সম্ভুপুরা ইউনিয়ন পরিষদ, জামপুর ইউনিয়ন পরিষদ, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ, সাদিপুর ইউনিয়ন পরিষদ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ, কাঁচপুর ইউনিয়ন পরিষদ।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। উদ্ধোধনী খেলায় পিরোজপুর ইউনিয়ন বনাম বারদী ইউনিয়ন খেলবে।
ইতিমধ্যে টুনামেন্টের সকল প্রস্তুতি গ্রহন করেছে সোনারগাঁও উপজেলা প্রশাসন। মঙ্গলবার সোনারগাঁও শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে পরিস্কার পরিচ্ছন্ন ও মাঠকে খেলার উপযোগী করার জন্য মেরামতের কাজ করা হয়।
আপনার মতামত দিন