বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মুক্তিযোদ্ধাদের বেকার সন্তান ও নাতিনাতনীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার খোলা হচ্ছে। এ প্রশিক্ষণ সেন্টারে নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে ২০টি কম্পিউটার উপহার দেওয়া হয়।
বুধবার সকালে সোনারগাঁও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ কম্পিউটার বিতরণ করা হয়।
কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন।
এ উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ওসমান গনি, সোনারগাঁও জেলা পরিষদের সাবেক সদস্য মো. ফারুক ভ‚ইঁয়া, সোনারগাঁও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরজাহান বেগম প্রমুখ।
Long living the peace