বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সাংবাদিক রাজীব নূরসহ ৪ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ করে সাংবাদিক ও সুধীজনেরা ।
শুক্রবার সকাল ১১টায় সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংবাদিক রবিউল হুসাইন, মিজানুর রহমান মামুন, মোকাররম মামুন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি কবি রহমান মুজিব, বাসদের সোনারগাঁও উপজেলার সমন্বয়ক বেলায়েত হোসেন, কমিউনিষ্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য আব্দুস সালাম বাবুল ও উদীচী শিল্পী গোষ্ঠির সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ।
মানববন্ধনে সোনারগাঁও উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। রামনাথ বিশ্বাসের বাড়িটি উদ্ধার করে সেটি জাদুঘর হিসেবে সংরক্ষণেরও দাবি জানান বক্তারা।
উল্লেখ, সাইকেলে বিশ্বভ্রমণকারী ও ভ্রমণকাহিনি লেখক রামনাথ বিশ্বাসের বাড়ি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দখলদারদের হাতে রাজীব নূরসহ ৪ সাংবাদিক দখলদারদের হামলায় আহত হয়।
আপনার মতামত দিন