নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দৌলতপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি জাহিদ হাসান জিন্নাহ।
শিক্ষার মান উন্নয়নে লক্ষ্য সোমবার উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলতপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সোমবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেয়।
তিনি বলেন, এ মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। একটি শিক্ষার্থী যদি স্কুলে না আসে, তাহলে শিক্ষার্থীর মা বাবাকে জানাইতে হবে, কেন মাদ্রাসা আসে নাই তার কারণ দর্শনে নোটিশ করিতে হবে, শিক্ষার্থীদের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে এবং অবশ্যই ভালো রেজাল্ট হবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে ৩ মাস অন্তর অন্তর অভিভাবক সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।
তিনি শিক্ষাথীদের উদ্দেশ্য আরো বলেন, তোমাদের শিক্ষা ক্ষেত্রে শিক্ষা সামগ্রী যা প্রয়োজন আমাকে জানাবে আমি দিব, পড়াশোনা ভালো ভাবে করতে হবে, নিয়ম মত ক্লাস করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মোস্তফা কামাল,শিক্ষক প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন দিপু প্রমুখ।
আপনার মতামত দিন