মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৫:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী আবু বক্করসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহত আবু বক্কর জানান, সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনকে ঘিরে শুরু থেকেই স্থানীয় প্রভাবশালী জাকির হোসেন ও আলী হোসেন একটি গ্রুপ আমার বিরোধীতা করে আসছিল। আমাদের প্যানেলের প্রার্থী ছিল, আমি আবু বক্কর, মনির হোসেন, আব্দুল হক ও রাজিয়া সুলতানা। তাদের প্যানেল থেকে প্রার্থী ছিল তাজুল ইসলাম ও আমির হোসেন। দিনভর শিক্ষার্থীদের অভিভাবকরা ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সোমনার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা চলছিলো। ভোট গননায় আমি সহ আমার প্যানেলের অন্য প্রার্থীরা এগিয়ে থাকলে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা বাহির থেকে বিদ্যালয়ের বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়। এসময় জাকির হোসেন ও আলী হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ওপর হামলা চালায়। আমাকে (আবু বক্কর) স্কুলের একটি রুমের ভিতরে আটকে রেখে ছুরিকাঘাতে করে রক্তাক্ত জখম করে। পরে খবর পেয়ে আমাদের লোকজন ওই স্থানীয় এলাকাবাসী আমাকে স্কুল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি অভিযোগ করেন নির্বাচনের ফলাফল আমাদের পক্ষে চলে আসায়। জাকির হোসেন ও আলী হোসেন পরিকল্পিতভাবে আমার বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য।
এ ব্যাপারে কথা বলার জন্য জাকির হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।
সোনারগাঁও থানার ওসি হাফিজুল ইসলাম জানান সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেনি।
আপনার মতামত দিন