বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ লাশের পরিচয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, সোমবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার মেঘনা নদীর শাখা খালে একটি লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী। পরে লাশ দেখে পুলিশে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত অবস্থায় লাশ উদ্ধার করে।
বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাকির হোসেন জানান, এলাকাবাসী জানালে মেঘনা নদীর শাখা খাল থেকে যুবকের অজ্ঞাত অর্ধগলিত উদ্ধার করা হয়। লাশের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, গত তিন-চার দিন আগে অন্য কোথাও হত্যা করে দুবৃত্তরা এখানে লাশটি ফেলে রেখে যায়।
আপনার মতামত দিন