নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে দিনব্যাপী অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগ ফাউন্ডেশন লাইব্রেরী কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের পরিচালক এস এম রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপ- পরিচালক রবিউল হোসেন, প্রদর্শন কর্মকর্তা একে এম আজাদ সরকার, গাইড লেকচারার একে এম মুজ্জামিল হক, নিরাপত্তা কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন, কারুপল্লীর কারুশিল্পী কবির হোসেন, মো: শাহীন, নুরে আলম, রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও কারুপল্লীর কারুশিল্পী, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠা, অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে সেবাগ্রহীতাদের অবহিতকরণ ও সেবা প্রদান প্রতিশ্রুতির ক্ষেত্রে সেবাগ্রহীতাদের অবহিতকরণ নিয়ে আলোচনা করা হয়।
আপনার মতামত দিন