রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবীদের ওপর হামলার প্রতিবাদ, কিশোরগ্যাং সদস্য ও ইভটিজারদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন, বিক্ষোভ করেছে ‘বিডি ক্লিন সোনারগাঁও’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন।
মানববন্ধনে হামলাকারীদের দ্রিত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোগরাপাড়া চৌরাস্তা উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে স্বেচ্ছাসেবীরা মহাসড়কে বিক্ষোভ কর্মসূচী পালন করে।
মানববন্ধনে সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক বিডি ক্লিন সদস্য উপস্থিত হয়ে শাস্তির দাবি করেন।
মানববন্ধন ও বিক্ষোভ শেষে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজের দপ্তরে স্বারকলিপি প্রদান করেন।
বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাংবাদিক শফিকুল ইসলাম, বিডি ক্লিন সোনারগাঁও এর সমন্বয়ক কামরুজ্জামান রানা, বিডি ক্লিন সদস্য মশিউর রহমান, আল আমিন প্রমুখ।
মানববন্ধনে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল বলেন, পরিচ্ছন্ন সমাজ গঠনে অবদান রাখেন বিডি ক্লিন। ইভেন্ট শেষে ফেরার পথে ইভটিজিং ও পরবর্তীতে তাদের উপর এ হামলার তীব্র নিন্দা জানাই। ইভটিজার ও কিশোর গ্যাং নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, বিডি ক্লিন সদস্যরা স্মারকলিপি দিয়েছেন। ইভটিজার ও কিশোর গ্যাং ও এদের মদদদাতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার বলেন, বিডি ক্লিন স্বেচ্ছাসেবীদের ওপর এ হামলার ঘটনায় আমরা ব্যথিত। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে কথা বলছি। খুব শীঘ্রই এ এলাকায় অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
উল্লেখ্য গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বারদীর নুনেরটেক এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে ফেরার পথে বৈদ্যেরবাজার লঞ্চঘাটে বিডি ক্লিনের নারী সদস্যকে ইভটিজিং করে স্থানীয় বখাটেরা। এক পর্যায়ে বিডি ক্লিন সদস্য প্রতিবাদ করায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ১৫-২০ জনের একটি দল দুই সদস্যকে পিটিয়ে মারাত্বকভাবে আহত করে।
আপনার মতামত দিন