নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ও আড়াইহাজার উপজেলার আহ্বায়ক জোবায়ের রহমান জিকু এবং যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান শান্ত, সোনারগাঁও পৌর ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাত হোসেন তানজিলসহ সকল নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন সোনারগাঁও উপজেলা পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদল।
বুধবার দুপুর ২ টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুরে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ শাহজালাল, যুগ্ম আহবায়ক সিফাত আদনান, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সোনারগাঁ পৌরসভার ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ শিকদার , সদ্স্য রনি আহাম্মেদ সোনারগাঁও ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মামুন, কাঁচপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরিফ মিয়া, সাধারণ সম্পাদক সিয়াম, সিনিয়র সহ-সভাপতি সুমন হাছান, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহাদাৎ হোসেন রনি, সহ সভাপতি সাজ্জাদুল আমিন, সহ-সভাপতি সাব্বির আহাম্মেদ, জামপুর ইউনিয়ন ছাত্রদলের
সভাপতি ফজলে রিমন, সিঃ যুগ্ন সম্পাদক জুনায়েদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন নিরব, সনমান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কবির হোসেন, সিঃ সহ-সভাপতি মিনহাজুল ইসলাম নিহাত, সহ-সভাপতি সাইদুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রেজাউল করিম, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক সজিব বাশার, সহ সাংগঠনিক সাঈদ প্রধান, মোগরাপড়া ইউনিয়ন ছাত্রদলের
সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
মিছিলটি কাচঁপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
আপনার মতামত দিন