নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর শিক্ষা বৈঠক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে সোনারগাঁওয়ে
উত্তর জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় এক রিসোটে অনুষ্ঠিত এ শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক অধ্যক্ষ ড.মো.ইকবাল হোসাইন ভূইঁয়া।
সোনারগাঁও উত্তর জামায়াতে ইসলামীর সভাপতি মো: ইসহাক মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আবু জাফর আতাউল্লাহ, মাওলানা খোরশেদ আলম।
প্রধান অতিথি অধ্যক্ষ ড.মো.ইকবাল হোসাইন ভূইঁয়া বলেন জামায়াতে ইসলামীর কর্মীদের মান উন্নয়নের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে এবং ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে,রাষ্টীয় ক্ষেত্রে পবিত্র কোরআনকে সম্পূর্ন ভাবে পালন করতে হবে। তিনি বলেন, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আল্লাহর পথে সকলকে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌছে দেওয়ার জন্য। এখন আর ঘরে বসে থাকার সময় নাই।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরুতে দারসুল কোরআন পেশ করেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য প্রধান শিক্ষক মাওলানা মো: আশরাফুল ইসলাম।
শিক্ষা বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উত্তর জামায়াতে ইসলামীর সেক্রেটারী ডা. গিয়াসউদ্দিন ফরায়জী, মাওলানা নাজমুল ইসলাম পাটোয়ারী,মাওলানা আমির হোসেন, মাওলানা আবু বকর সিদ্দিক, জামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ভাইস প্রিন্সিপাল মাওলানা রফিকুল ইসলাম, বারদী ইউনিয়ন সভাপতি মজিবুর রহমান, সাদিপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আজিজুল হক, নোয়াগাঁও ইউনিয়ন সভাপতি মাওলানা ইব্রাহিম হাসান, কাচঁপুর উত্তর সভাপতি মাসুদ ইসলাম, কাচঁপুর দক্ষিন সভাপতি নাঈম ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
আপনার মতামত দিন