বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেলহত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর যৌথ আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।
সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ওসমান গনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজওয়ান-উল-ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি ও সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার সোহেল রানা।
শোক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ প্রমুখ।
সভায় জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে অতিথিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানের সোনারগাঁওউপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ, সোনারগাঁওউপজেলা প্রশাসনের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন