মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১২:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরনে আলোচনা সভা মিলাদ ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার উদ্যোগে শনিবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তার আয়ুব প্লাজায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান বাবু, জাবেদ রায়হান, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সোনারগাঁও পৌরসভা সেচ্ছাসেবক পার্টির সভাপতি ওমর ফারুক টিটু, সোনারগাঁও পৌরসভার জাতীয় পার্টির নেতা হাজী মহিউদ্দিন প্রমুখ।
এসময় জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত দিন