নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাড়িতে ঢুকে হামলা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁও স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজমুল খান শান্ত (২৭) সহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন।
এর আগে রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মোগরাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাকিরা হলেন হ্রদয় (২৫) ও সিয়াম (১৮)।
নাজমুল খান শান্ত সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাজমুল খান শান্তর নেতৃত্বে ১০-১৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমসলিশ মোমেন নামের এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেন। হামলাকারীরা রামদা দিয়ে ঘরের দরজা-জানালা এলোপাতাড়ি কোপায়। পরে তারা ঘরে থাকা আলমারি থেকে ২ লাখ ২০ হাজার টাকার স্বর্ণ-অলংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে গত ১৫ ই সেপ্টেম্বর একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত মামলার তিন আসামিকে গ্রেফতার করে সোমবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আপনার মতামত দিন