নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে শান্তিপূর্ণ ভাবে বিএনপির ডাকা হরতাল পালিত হয়েছে। রোববার সকাল থেকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক ফাকা ছিল। দুরপাল্লা কোন যানবাহন চলতে দেখা যায় নি।
বিএনপির মহাসমাবেশে অতর্কিত হামলা গুলিবর্ষণ এর প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি’র ঘোষিত হরতাল সমর্থন জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হরতাল পালন করেন।
হরতাল সমর্থনে শনিবার রাতে সোনারগাঁও এশিয়ান হাইওয়ের সড়কের মীরেরটেক এলাকায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে খন্ড খন্ড মিছিল ও রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দড়িকান্দি এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দড়িকান্দি এলাকার বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। মিছিলকারীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান ও হরতাল সফলের আহবান জানান।
আপনার মতামত দিন