শনিবার, ০৩ জুন ২০২৩, ০৮:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ বিএনপির ৬ নেতাকে কারাগারে প্রেরণের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়।
শনিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপরদী এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করেন। নেতৃবৃন্দ অবিলম্বে ৬ নেতার মুক্তির দাবি জানান।
মিছিলে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আতাউর রহমান,
সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট সাদ্দাম হোসেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শামীম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারন সম্পাদক পারভেজ সাজ্জাদ চপল, মুশফিকুর রহমান মোহন, সোনারগাঁও থানা কৃষকদলের আহবায়ক ফজলু মেম্বার, সদস্য সচিব বাবুল মিয়া সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ সোহেল মিয়া যুগ্ম আহবায়ক , মোঃ শাহআলম, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাকিব হাসান সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার রেজাউল, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফ হোসেন, সোনারগাঁও উপজেলা জাসাসের সহ সভাপতি সালাউদ্দিন, সোনারগাঁও উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ন আহ্বায়ক সুমন মোল্লা, রোকনুজ্জামান, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি নেতা মোক্তার,সাঈদ,রনি,বাবুলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
মিছিলটি টিপরদী এলাকার মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিন করেন।
আপনার মতামত দিন