বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ। গত শনিবার রাত থেকে গতকাল রোববার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন পিরোজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাকির হোসেন, সোনারগাঁও পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল কবির মোল্লা ওরফে মাসুম মোল্লা, সোনারগাঁও উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সোহেল, বিএনপি কর্মী আব্দুল মালেক, মো. বিল্লাল হোসেন ও আবুল হোসেন।
সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান জানান, কেন্দ্রীয় ঘোষিত হরতাল বানচাল করতে শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ বিএনপির ৭জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ তল্লাশি করছে। পাশাপাশি নেতাকর্মীদের বাড়ির মহিলাসহ তাদের লোকজনকে হুমকি দেওয়া হচ্ছে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের সোনারগাঁও বিএনপির পক্ষ থেকে সব ধরনের আইনি সহায়তা দেয়া হবে। তাদের পরিবারের খোঁজ খবর নেয়া হচ্ছে।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ও সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার বলেন, পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলায় বিএনপি ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিনা কারনে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আপনার মতামত দিন