রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়।
সোনারগাঁও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা কানিছ ফাতেমা, স্বপ্না ঘোষ, মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ এইচ এম মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা আবু হানিফ, আলম চাঁন, মাসুম বিল্লাহ প্রমুখ।
এসময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শা
আপনার মতামত দিন