বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের কর্মচারীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার মধ্যরাতে পৌর এলাকার নয়ামাটি গ্রামে এ ডাকাতি সংঘটিত হয়। ডাকাত ঘরে ঢুকে স্বর্ণলংকার, নগদ টাকা, ল্যাপটপ, মোবাইলসেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভূক্তভোগী কুলসুম বেগম বাদি দুপুরে থানায় মামলা দায়ের করেন। ডাকাতির খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাড়ির মালিক কুলসুম বেগম বলেন, তিনি সোনারগাঁও উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসে নকল নবিশ হিসেবে কর্মরত রয়েছেন। তার ছেলে মোস্তাফিজুর রহমান সোহাগ আদমজী ইপিজেডে একটি কোম্পানিতে হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত। গত রোববার রাত আড়াইটার দিকে তার বাড়িতে মুখোশধারী ১০-১৫ জনের ডাকাত দল বাড়ির কলাপসিবল গেইট ভেঙে প্রবেশ করে। এসময় ঘরের তিনটি কক্ষ তছনছ করে ঘরে থাকা তিন ভরি স্বর্ণ, নগদ ২০ হাজার টাকা, ল্যাপটপ, তিনটি মোবাইলসেটসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, পৌর এলাকায় পুলিশের তৎপরতা না থাকার কারণে একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে। ৬ মাসের ৩-৪টি ডাকাতির ঘটনা ঘটেছে। গত মাসে গোবিন্দপুর গ্রামে ডাকাতি সংঘটিত হয়েছে। সেখান থেকে প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পুলিশ এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না।
সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম বলেন, ডাকাতির ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত দিন