শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       

সোনারগাঁওয়ে ঝুঁকিপূর্ণ ব্রীজের রেলিং ভেঙ্গে ট্রাক খালে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক ঝুঁকিপূর্ণ ব্রীজের রেলিং ভেঙ্গে একটি ট্রাক খালে পড়ে গেছে। মঙ্গলবার রাতে সোনারগাঁও পৌরসভার সাহাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ওই ট্রাকের চালক আহত হয়েছে। এ ব্রীজ দিয়ে প্রতিদিন দুটি কোম্পানির ট্রাক ও কাভার্ডভ্যানসহ বিভিন্ন যান চলাচল করে থাকে। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা থেকে বৈদ্যেরবাজার ঘাট পর্যন্ত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতায় থাকা ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সাহাপুর এলাকায় এ ব্রীজের অবস্থান।

জানা যায়, সোনারগাঁও উপজেলার একাংশের, মেঘনা উপজেলা একাংশের ও আড়াইহাজার উপজেলার একাংশের মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। এ সড়ক দিয়ে প্রতিদিন আল মোস্তফা, মার্স ফিড লিমিটেড ও এম এস ট্রেডিংকোম্পানী, বৈদ্যেরবাজার মাছঘাটসহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের কয়েকশত ভারি যানবাহনের মাধ্যমে মালামাল আনা নেওয়া করা হয়। স্থানীয়রা বাধা দিলেও এ ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে মালবাহী ভারি যানবাহন চলাচল বন্ধ করা হয়নি। বিভিন্ন প্রতিষ্ঠানের মালবাহী যান চলাচলের কারণে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সেতুর দু’পাশের রেলিং ভেঙ্গে গেছে। ব্রীজের নীচে ও পিলারের পলেস্তার উঠে গিয়ে রড বেড়িয়ে পড়েছে। ব্রীজের এক পাশ ভাঙ্গা ও অন্য পাশে দুইটি ষ্টিলের পাটাতনের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার মানুষ ও যানবাহন। সম্প্রতি সড়ক ও জনপদ বিভাগ সওজ ঝুঁকিপূর্ণ ব্রীজ চিহ্নিত করে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। পাশাপাশি ভারি যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। তবুও এ ব্রীজ দিয়ে ভারি যান চলাচল বন্ধ হয়নি। গত মঙ্গলবার রাতে টাইলস ভর্তি একটি ট্রাক ওই ব্রীজের রেলিং ভেঙ্গে খালে পড়ে যায়। এতে চালক মোফাজ্জল মিয়া আহত হন। আহত ট্রাক চালককে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সোনারগাঁও পৌরসভার সাহাপুর এলাকায় এ ব্রীজটি খুবই গুরুত্বপূর্ণ। ব্রীজটি খালের উপর হলেও এ ব্রীজ দিয়ে তিনটি কোম্পানির ভারি যানবাহনসহ এ অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠানের যানবাহন চলাচল করে। দ্রæত এ ব্রীজটি নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে।
গত কয়েকদিন আগে মালবাহী ট্রাক এ ব্রীজ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বাধা প্রদান করেন। মালবাহী ট্রাক ছোট পিকআপ ভ্যানের মাধ্যমে কিছু মালামাল কোম্পানীতে নিয়ে যায়। তারপর ঢাকা মোট্টো-ট ১৬-০৭৯৭ ট্রাকটি ব্রীজ দিয়ে যাওয়ার সময় সামনের একটি চাকা ব্রীজের উত্তর পাশ দেবে যায় ও বড় একটি গর্তের সৃষ্টি হয়। এছাড়াও ব্রীজে বিশাল আকৃতির একটি ফাটল দেখা দেয়। পরে ব্রীজের পাশ্ববর্তী একটি কোম্পানী ব্যক্তিগতভাবে দুইটি লোহার পাটাতন ও কাঠ দিয়ে মেরামত করে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল বলেন, ব্রীজটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সাইনবোর্ড দেওয়া হয়েছে। ভারি যান চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ব্রীজের রেলিং ভেঙ্গে ট্রাক খালে পড়ে যাওয়ার খবর শুনেছি। এ ব্রীজ নির্মাণের জন্য মাটি পরীক্ষা করে নকশা তৈরি করে মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। বাজেট হলেই চলতি অর্থ বছরে এ ব্রীজের নির্মাণ কাজ শুরু হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD