মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৪:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়কের দু’পাশ এলাকায় এ উচ্ছেদ অভিযান চালায় কাঁচপুর হাইওয়ে পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খাঁন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখল করে স্থায়ী ও অস্থায়ী দোকানপাঠ ও অবৈধ স্থাপনা তুলে ব্যবসা পরিচালনা করে আসছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী। তারা দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার সড়কের দু’পাশে সওজের জায়গা দখল করে টং ঘর গড়ে তুলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এসব অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল। ফলে যানবাহন চলাচল ও জনসাধারনে চলাচলে বাঁধাগ্রস্থ হচ্ছে। বিশেষ কওে স্কুল কলেজে পড়–য়া শিক্ষার্থী, নারী ও শিশুরা।
ওসি সাজ্জাদ করিম খান আরও জানান, মহাসড়ক ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা ও দোকানপাট তৈরী করার যানবাহন ও জনসাধারণের সুবিধার্থে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মোগরাপাড়া চৌরাস্তায় সড়কের দু’পাশে প্রায় ৫ শতাধিক অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত দিন