শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ মেম্বার প্রার্থীকে ঘায়েল করতে নিজের নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে মেম্বার প্রার্থী। উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর গ্রামে বুধবার রাতে ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যাম্প ভাড়া নেয়া ঘরের মালিক বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ও নির্বাচন অফিসে অভিযোগ দায়ের করেন।
দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা জামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো: সুজন জামপুর এলাকার নেকবর আলীর কাছে থেকে দু’চলা একটি টিনের ঘর ভাড়া নিয়ে নির্বাচনী ক্যাম্প তৈরী করে। মেম্বার প্রার্থী সুজন তার প্রতিপক্ষ মেম্বার প্রার্থী মোতালেব মিয়াকে ঘায়েল করতে নিজের ক্যাম্প নিজের লোকজন নিয়ে ভাংচুর করে ফাসানো চেষ্টা পরিকল্পনা করে। বুধবার রাত ৯টার দিকে সুজন নিজে উপস্থিত থেকে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে টিনের ঘর ক্যাম্পটি ভাংচুর করে। এসময় বাধা দিতে গেলে ঘরের মালিকের ছেলে আব্দুল বাতেনকে মারধর করে তারা। ভাংচুরে প্রায় ৭০ হাজার টাকা ক্ষতি সাধন হয় বলে বাড়ির মালিক জানান। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ঘরের মালিক নেকবর আলী বাদি হয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ও নির্বাচন অফিসে পৃথকভাবে অভিযোগ দায়ের করেন।
মেম্বার প্রার্থী মো: সুজন জানান, আমার ভাড়া করা ক্যাম্পে গত বুধবার রাতে কে বা কারা ভাংচুর করে আমার আসবাবপত্র ক্ষতি করে। ধারণা হচ্ছে আমার প্রতিপক্ষের লোকজনই এ ঘটনা ঘটিয়েছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত দিন