শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৭:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রািতবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল পৌরসভা কার্যালয় উদ্ধোধন করা হয়েছে। শনিবার বেলা ১২ টায় সোনারগাঁও পৌরসভার আদমপুর বাজারে এ কার্যালয় উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়নগঞ্জ জেলার সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার, এফবিসিসি আই এর সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলী।
এ উপলক্ষে আলোচনা সভায় সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূইঁয়া, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আতিকুল ইসলাম।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন, ডেপুটি কমান্ডার এডভোকেট নূরুল হুদা, মোহাম্মদ আলী, সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সোনারগাঁও উপজেলার সাবেক কমান্ডার সোহেল রানা, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক ছগির আহমেদ, উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য গাজী মুজিবুর রহমান, নাসরিন সুলতানা ঝরা , নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হাজী সোহাগ রনি, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বাতেন মোল্লা, মফিজুল ইসলাম খান, ইউপি সদস্য মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম মানিক, পৌর আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ খোকন, মোতালেব মিয়া স্বপন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন কবির খোকন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সদস্য আলেয়া আক্তার,বিল্লাল হোসেন,মাহফুজুর রহমান,শিপন কাজী,আমিনুল ইসলাম, বাদশা সামস লিটন প্রমুখ।
এসময় সোনারগাঁও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিরা আদমপুর বাজার ঘুরে দেখেন ও আদমপুর বাজারকে আরো আধুনিক বাজার করার জন্য স্থানীয় প্রশাসনের দৃস্টি আর্কষন করেন।
আপনার মতামত দিন