মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সোনারগাঁওয়ে পৌরসভার সাহাপুর এলাকায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ওসমান গণির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলাআওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সোহেল রানা।
এসময় সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল , বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন সরকার, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক থানা কমান্ডার মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাসরীন সুলতানা ঝরা, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শরিফ উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজিব, বীর মুক্তিযোদ্ধা সন্তান আওয়ামীলীগ নেতা আহসান হাবীব টিপু, সোনাগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি মেহের নেগার সোনিয়া, নবনির্বাচিত সন্তান কমান্ডের সভাপতি বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, সহ-সভাপতি হাজী বেলায়েত, সাংগঠনিক সম্পাদক আলেয়া আক্তারসহ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মো. বিল্লাল হোসেনকে সভাপতি ও মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এর আগে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদককে মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
আপনার মতামত দিন