নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ৩ জেলেকে আটক করা হয়। এসময় ১ লাখ মিটার টোনা জাল ও ১৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশ। আটককৃতদের মাছ ধরার অপরাধে তিন জেলেকে জরিমানা করা হয়েছে।
সোনারগাঁও উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার জানান, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সোনারগাঁওয়ে নুনেরটেক, চরকিশোরগঞ্জ ও আনন্দবাজারে মেঘনা নদীতে টোনা জাল ফেলে মাছ ধরার অপরাধে পাগলা কোষ্টগার্ড ও সোনারগাঁও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ১ লাখ মিটার জাল জব্দ ও ১৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। মাছ ধরার অপরাধে এ সময় তিন জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিভিন্ন মেয়াদে মামলা দায়ের করে ১৫ শত টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয় ও মাছ স্থানীয় মাদরাসায় বিতরন করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আয়নাল হক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া খান, নারায়ণগঞ্জ সদর মোসাঃ শাহরিয়ার সালমা, সোনারগাঁও উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার।
আপনার মতামত দিন