বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ঃ
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ মোবারক হোসেন স্মৃতি সংসদ।
নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সাংসদ মরহুম মোবারক হোসেন এর ছেলে ও মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ শুক্রবার সকালে মোগরাপাড়া চৌরাস্তা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে শতাধিক অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
এসময় এরফান হোসেন দীপ বলেন, আমার পিতার আদর্শকে লালন করে আমিও আপনাদের সন্তান হিসেবে সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সেবা করে যেতে চাই। তারই ক্ষুদ্র প্রচেষ্টায় পবিত্র ঈদ উল ফিতর কে সামনে রেখে আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই ঈদ উপহার।
ঈদ সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, যুবলীগ ,ছাত্রলীগ , শ্রমিক লীগ, কৃষক লীগ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতাকর্মীরা।
আপনার মতামত দিন