ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) বালক – বালিকা ফুটবল ফাইনালে সোনারগাঁও উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ-১৭)বালিকা দল ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনক ১-০ গোলে হারিয়ে সোনারগাঁও উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ-১৭)বালিক দল ফাইনালে ৮-৯ গোলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে সোনারগাঁও উপজেলা চ্যাম্পিয়ন হন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
এসৃময় সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান উল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির ভূইঁয়াসহসংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সোনারগাঁও উপজেলা বালক ও বালিকা দল চ্যাম্পিয়ন হওয়ায় নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান উল ইসলাম, সোনারগাঁও উপজেলার ক্রীড়া ব্যক্তিত্ব সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, ক্রীড়া ব্যক্তিত্ব নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁও নিউজ পরিবারসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানান। আরো অভিনন্দন জানান বালক- বালিকা ফুটবল দলের সকল খেলোয়াড় কোচ ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের।
আপনার মতামত দিন