বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
আব্দুল হাই ভূইঁয়ার ১০ তম মৃত্যবার্ষিকী আজ বৃহস্পতিবার সোনারগাঁওয়ে নৌকা প্রতীক বিজয়ী করতে সভায় আ’লীগ নেতাকর্মীদের অঙ্গিকার জামপুরে টাইলসবাহী ট্রাকে আগুন, হেলপার দগ্ধ এমপি খোকা জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল নির্বাচন কমিশন থেকে আ’লীগ জাপাসহ তিনজনের মনোনয়নপত্র সংগ্রহ সোনারগাঁওয়ে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন এমপি খোকা, বিভিন্ন স্থানে আনন্দ মিছিল নৌকার মনোনয়ন পেলেন আব্দুল্লাহ আল কায়সার, ১০ বছর পর নৌকা প্রতীক পেয়ে উচ্ছাসিত নেতাকর্মীরা সোনারগাঁও সাহিত্য নিকেতনের মুখপত্র চর্চা ‘র শরৎ সংখ্যার পাঠ উন্মোচন সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ চার নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন যারা

সোনারগাঁও ভ্রমণ গাইড এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ‘সোনারগাঁও ভ্রমণ গাইড ’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে সোনারগাঁও উপজেলা পরিষদ হলরুমে অনুষ্টিত এ প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইঁয়া।

সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান-উল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ‘সোনারগাঁও ভ্রমণ গাইড’ এর লেখক বাাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন অফিসার একেএম মুজ্জামিল হক।

অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।

আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম, এডভোকেট নূর জাহান, সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রর্দশন কর্মকর্তা একে এম আজাদ সরকার, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাগগণ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মসলিনখ্যাত নগরী ও প্রাচীন রাজধানী সোনারগাঁও ইতিমধ্যে বিশ্ব কারুশিল্প শহরের মর্যাদা পেয়েছে। সোনারগাঁওয়ের সুনাম ও কৃতিত্ব আজ বিশ্ব দরবারে প্রতিষ্টিত। ইতিহাস ঐতিহ্যের সোনারগাঁও বাঙালীর গর্ব ও গৌরবের। বছরের ১০ লাখ পর্যটক সোনারগাঁওয়ে ভ্রমণে আসেন। শিকড়ের সন্ধানে কোটি মানুষের আবেগে অনুসন্ধানী দৃষ্টিতে লেখক এ ভ্রমণ গাইডে সোনারগাঁওয়ের পরিচিতি তুলে ধরেন। এ প্রকাশনাটি সবার কাছে সমাদৃত হবে বলে জানান বক্তারা। প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশ্বমানের স্থাপত্যের মেলবন্ধনে সোনারগাঁওকে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তেলা এখন শুধুই সময়ের দাবি জানান তারা। সকলেই লেখককে ধন্যবাদ জানান।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD