বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৫:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও ৯৯ স্পোর্টস ক্লাবের উদ্যোগে এক নৌ-ভ্রমণে আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল ৯ টার সময় বৈদ্যের বাজার লঞ্চ ঘাট হতে নৌ- ভ্রমণের জন্য সবাই উপস্থিত হয়। পরবর্তীতে ইঞ্জিন চালিত নৌকা করে সোনারগাঁয়ের নুনের টেক গুচ্ছ গ্রাম/ মায়া দ্বীপে যাওয়া হয়। সেখানে দিনব্যাপী ক্রিকেট খেলা,
সাংস্কৃতিক অনুষ্ঠান, রেইফেল ড্র অনুষ্ঠিত হয়।
নৌ- ভ্রমনে উপস্থিত ছিল ক্লাবের অন্তর্ভুক্ত ১৫ টি স্কুলের শতাধিক সদস্য। সোনারগাঁও থানার ৯৯ ব্যাচের সকল শিক্ষার্থীরা এই ক্লাবের সদস্য। ক্লাবের এডমিন প্যানেলের আয়োজনে এই নৌ-ভ্রমনের আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের ফাউন্ডার মাহাবুব ঢালী, নয়ন খন্দকার, মোর্শেদ আলম, ইয়ানবী, কামরুল,মাজহারুল, কাজী লিটু,রাব্বি তানভীর, নোবেল,রাসেল আবুল কালাম, মজনু, মোশাররফ, মিজানুর রহমান, রাজীব, ডা.মামুন, মুকুল, মোক্তার, নাসির, মামুন, আনোয়ার স্যাম সুমন ও রবিন খানসহ শতাধিক সদস্য।
আপনার মতামত দিন