শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে অপ-প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল। তিনি তার স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে জানিয়েছেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আদর্শের সৈনিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। প্রধানমন্ত্রীর সু দৃষ্টির কারনে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদি ইউনিয়ন পরিষদের ( নৌকা প্রতিক নিয়ে) বিনা প্রতিদ্বন্ধিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী ও রাজনৈতিক প্রতিপক্ষ একটি কুচক্রী মহল নানাবিদ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তার ওয়াজ মাহফিলের একটি বক্তব্য এডিট করে আগে ও পরের কথাগুলো কেটে হেয়প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার করছে ও সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করছে।
তিনি আরো জানান, গত ১২ ফেব্রুয়ারি শনিবার উপজেলার বারদী পাইকপাড়া দেওয়ান বাড়ি নিজ ওয়ার্ডে বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধে দেওয়া বক্তব্যকে এডিট করে ওই চক্রটি “প্রধানমন্ত্রী বারদী আসলে আমার অনুমতি লাগবে” মর্মে একটি ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। যা বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রচার করা হয়েছে। এধরণের জঘন্য ষড়যন্ত্র তার জিবনকে রাজনৈতিক ও সামাজিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে ঠেলে দিতে পারে। তিনি এ ধরনের মিথ্যা ও ষড়যন্ত্র মূলক ঘৃণিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, প্রকৃতপক্ষে ওইদিন (গত ১২ফেব্রুয়ারী) ওয়াজ মাহফিলে তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে। স্থানীয় মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানানো হয়েছে। তার নির্বাচনের প্রতিদ্বদ্বিতাকারী কুচক্রী মহলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক বিষয়টি প্রচার করেনি। এটি এডিট করে হয়নারী করার জন্য তা প্রকাশ করে।
আপনার মতামত দিন