শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০ অপরাহ্ন
খেলা হবে
এইচ এস সরোয়ারদী
খেলা হবে, এই কথাটি
হাত নেড়ে কেউ বলে
এই খেলাটা কোথায় হবে
ডাঙায় না জলে ?
মস্ত বড় খেলা হবে
জানি না কোন ময়দানে
কেউবা বলে খেলা হবে
সোহরাওয়ার্দী উদ্যানে।
খেলা হবে, এই কথাটি
শুনছি অনেকখানে
এই খেলাটা কিসের খেলা
যে বলে সেই জানে।
আপনার মতামত দিন