মনির হোসেন, জামপুর থেকে :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক ব্যবসায়ীর বাংলো বাড়িতে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
শনিবার গভীর রাতে উপজেলা জামপুর ইউনিয়নের বশিরগাঁ এলাকায় ব্যবসায়ী নজরুল ইসলাম স্বপনের বাংলো বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
চোরেরদল থাই গ্লাস কেটে বাড়ির রুমে থাকা ৫৬” এল ই ডি টেলিভিশন,সিলিং ফ্যান,ওভেন চেয়ার টেবিল আসবাবপত্র কাপড়সহ ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
বাড়ির মালিক ব্যবসায়ী নজরুল ইসলাম স্বপন জানান, আমি সপ্তাহে দু-একবার আসি আমার বাড়ির কেয়ারটেকার ছিল সে তার ঘরে ঘুমিয়ে ছিল,কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে আমার জানা নেই তবে আমি আইনী সহায়তা নেব।
তালতলা বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.জাকির রব্বানী জানান, বশিরগাঁ গ্রামের চুরির ঘটনা শুনেছি এবং এ এস আই শাহাদাৎ হোসেন সরেজমিনে গিয়ে তদন্ত করে চুরির ঘটনা সত্যতা পেয়েছেন।
আপনার মতামত দিন