নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন।
শনিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে সোনারগাঁও আওয়ামী লীগের সভাপতি ও সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সোনারগাঁও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, মুক্তিযোদ্ধা সোহেল রানা, ওসমান গণি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নুরজাহান, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর ইসলাম রুমা,সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ছগির আহমেদ, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, সদস্য গাজী মুজিবুর রহমান, আহসান হাবিব টিপু, এ্যাড. ফজলে রাব্বি, মারুফুল ইসলাম ঝলক, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সহ সভাপতি আরমান হোসেন মেরাজ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেন, কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নেকবর হোসেন নাহিদ, আরিফ আহমেদ রবীন, মামুন আহমেদ রাশেদ,সোনারগাঁও পৌর আওয়ামীলীগ নেতা গাজী আতাউর রহমান আক্তার, কবির হোসেন, নির্মল কুমার সাহা, মোহাম্মদ হোসাইন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহ, সেলিম রেজা, আবু হানিফ, উপজেলা শ্রমিকলীগ নেতা তাজুল ইসলাম, আব্দুল হালিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত দিন